ডেমরায় পুলিশের গুলিতে আহত যুবক ডাকাত, দাবি পুলিশের

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার দেল্লা বামৈল এলাকায় পুলিশের শটগানের গুলিতে একজন আহত হয়েছেন। তার নাম মিনহাজুন আবেদিন ফাহিম (২৭)। পুলিশের দাবি, আহত যুবক ডাকাত দলের সদস্য।
পুলিশের গুলিতে আহত মিনহাজুন আবেদিন ফাহিম। ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার দেল্লা বামৈল এলাকায় পুলিশের শটগানের গুলিতে একজন আহত হয়েছেন। তার নাম মিনহাজুন আবেদিন ফাহিম (২৭)। পুলিশের দাবি, আহত যুবক ডাকাত দলের সদস্য।

শনিবার ভোর ৪টার দিকে এই গুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই চিকিৎসার জন্য পুলিশ সদস্যরাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

আড়াইহাজার থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গতরাতে আড়াইহাজার শ্রীবর্দী এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় জড়িত ডাকাত সদস্যদের ধরতে ডেমরায় অভিযান চালানো হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে প্রথমে পুলিশের উপর আক্রমণ করা হয়। এসময় গুলির ঘটনা ঘটে। এতে ডাকাত দলের এক সদস্য আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের ৪ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অভিযান এখনও অব্যাহত রয়েছে।

এদিকে আহত ফাহিমের স্ত্রী বৃষ্টি আক্তার সীমা জানান, তারা দেল্লা বামৈল মাদবার বাড়ি রোডে নিজেদের বাড়িতে থাকেন। ভোরে তাদের বাসায় বেশ কয়েকজন মানুষ আসে। তারা নিজেদের পরিচয় না দিয়ে বাড়ির গেট ধাক্কাতে থাকে এবং ডাকাডাকি শুরু করে। তখন ভয়ে ফাহিম ও তার ছোট ভাই নাইম (২৩) ঘর থেকে বের হয়ে ছুটোছুটি শুরু করে। তখন সাদা পোশাকে থাকা পুলিশ গুলি করে। ফাহিমের ডান পায়ে গুলি লাগে। ফাহিমের ছোট ভাই নাঈমকেও আটক করে নিয়ে যায় তারা।

Comments

The Daily Star  | English

Dengue fever: 5 die, 669 hospitalised in a day

At least two more people died from dengue in 24 hours preceding 8:00am today as the country grapples with a record outbreak of the mosquito-borne disease

13m ago