অপরাধ ও বিচার
নরসিংদী

আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগ

নরসিংদী সদর উপজেলার আওয়ামী লীগের এক নেতাকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। আজ দুপুর দেড়টার দিকে নরসিংদী আদালত চত্বর থেকে বের বাসায় ফিরে যাওয়ার সময় বিলাসদী এলাকায় সাত-আট জন তাকে তুলে নিয়ে যায়। মোবাইলে টাকা আদায় করে প্রায় আড়াই ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।
নরসিংদীর ১ কেন্দ্রে ভোট বাতিল

নরসিংদী সদর উপজেলার আওয়ামী লীগের এক নেতাকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। আজ দুপুর দেড়টার দিকে নরসিংদী আদালত চত্বর থেকে বের বাসায় ফিরে যাওয়ার সময় বিলাসদী এলাকায় সাত-আট জন তাকে তুলে নিয়ে যায়। মোবাইলে টাকা আদায় করে প্রায় আড়াই ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনায় ভুক্তভোগী আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. শাহীন আলোকবালী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি সদস্য হাবি মিয়া ও একই এলাকার মিটল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

অভিযোগে বলা হয়, অভিযুক্তদের সঙ্গে বাদীর আধিপত্য নিয়ে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। দুপুরে নরসিংদী জজ আদালত থেকে বের হওয়ার পর সাত-আট জন অজ্ঞাত ব্যক্তি দুটি সিএনজিচালিত অটোরিকশায় তাকে ও তার সঙ্গে থাকা আরও দুই জনকে অজ্ঞাত জায়গায় নিয়ে মারধর করে এবং কয়েকটি বিকাশ নম্বরের মাধ্যমে ৭১ হাজার টাকা হাতিয়ে নিয়ে বিকেল ৪টার ছেড়ে দেওয়া হয়।'

ভুক্তভোগী শাহীন বলেন, 'আমাদেরকে মারধর করার সময় সন্ত্রাসীরা বারবার আমার প্রতিপক্ষ হাবি মিয়া ও মিটল মিয়ার কথা বলছিল।'

অভিযুক্ত মিটল মিয়া বলেন, 'শাহীনের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। কার প্ররোচনায় তিনি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, আমি জানি না। তিনি আমাকে ফাঁসিয়ে এলাকায় সুনাম ক্ষুণ্ণ করতে এসব নাটক সাজিয়েছেন।'

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, 'লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

Comments