অপরাধ ও বিচার

মাদারীপুরে চোর সন্দেহে ২ জনের চোখ উপড়ানোর চেষ্টা

মাদারীপুরের কালকিনিতে চোর সন্দেহে দুই জনের চোখ উপড়ে ফেলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত রাত ২টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
Madaripur
স্টার অনলাইন গ্রাফিক্স

মাদারীপুরের কালকিনিতে চোর সন্দেহে দুই জনের চোখ উপড়ে ফেলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত রাত ২টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান, আজ রোববার দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আহতরা হলেন বরিশালের মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকার দাদন হাওলাদার (৫০) ও একই এলাকার সোহরাব হাওলাদার (৪৫)।

তিনি বলেন, চোর সন্দেহে আটকের পর স্থানীয়রা তাদেরকে গণপিটুনি দেয়। তাদের চোখে আঘাতের চিহ্ন ছিল। সম্ভবত তাদের চোখ তুলে ফেলা হয়েছে। তবে চিকিৎসকের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। আজ সকালে তাদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হাওয়ায় সকালেই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দাদন ও সোহরাব কালকিনির শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকার হাসান হাওলাদারের বাড়িতে চুরি করতে গিয়েছিলেন। স্থানীয়রা মসজিদের মাইকে এলাকাবাসীকে জড়ো করে তাদের পিটুনি দেয়।

ঘটনাটি সম্পর্কে ওসি আরও বলেন, যেহেতু তারা সংখ্যায় দুজন ছিলেন তাই ধরে নেওয়া যায় ঘটনাটি চুরির। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments