অপরাধ ও বিচার

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

সন্ধ্যায় গাবতলার মোড়ের তালুকদার লেনে দাঁড়িয়ে ছিলেন ইমন। এ সময় ৫-৬টি মোটরসাইকেলে ১০-১২ জন সেখানে এসে এলোপাতাড়ি গুলি করে।
নিহত ইমন শেখ। ছবি: সংগৃহীত

খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন শেখ (২২) পেশায় রংমিস্ত্রী ছিলেন। তিনি গোবরচাকা নবীনগর এলাকায় ভাড়া থাকতেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় গাবতলার মোড়ের তালুকদার লেনে দাঁড়িয়ে ছিলেন ইমন। এ সময় ৫-৬টি মোটরসাইকেলে ১০-১২ জন সেখানে এসে এলোপাতাড়ি গুলি করে। এতে ইমন গুলিবিদ্ধ হন। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি মমতাজুল হক বলেন, 'পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।'

Comments