সাভার হাইওয়ে থানার পাশ থেকে টাইলসসহ পিকআপ ভ্যান ছিনতাইয়ের অভিযোগ

সাভার হাইওয়ে থানার বিপরীত পাশে চালকের হাত-পা ও মুখ বেঁধে টাইলস বোঝাই একটি পিকআপ ভ্যান ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
সাভার হাইওয়ে থানা। ছবি: সংগৃহীত

সাভার হাইওয়ে থানার বিপরীত পাশে চালকের হাত-পা ও মুখ বেঁধে টাইলস বোঝাই একটি পিকআপ ভ্যান ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী গাড়িচালক শহিদুল ইসলাম।

চালকের দাবি, গতকাল বুধবার রাতে গাবতলীতে পিকআপে টাইলস বোঝাই করে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। রাত আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার হাইওয়ে থানার বিপরীত পাশে পৌছলে একটি সিএনজিচালিত অটোরিকশা তার গাড়ির গতিরোধ করে। 

এ সময় অটোরিকশা থেকে ৫ জন নেমে চালক শহিদুলকে অস্ত্রের মুখে হাত-পা ও মুখ বাঁধে। পরে পিকআপে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে বিশমাইল এলাকায় সড়কের পাশের জঙ্গলের একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পিকআপ ভ্যানটি নিয়ে চলে যায়। 

আজ ভোরে সড়কের পাশে চিৎকারের শব্দ পেয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক শহিদুলের হাত-পায়ের বাঁধন খুলে দিয়ে চলে যায়। পরে পিকআপ ভ্যানের মালিককে খবর দেন শহিদুল। 

গাড়ির মালিক শামসুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনা শুনে আমি গাবতলী থেকে সাভারে আসি। চালক শহীদুলকে নিয়ে থানায় এসেছি অভিযোগ দায়ের করতে।'

জানতে চাইলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান ডেইলি স্টারকে বলেন, 'ঘটনা ঘটার প্রায় ১২ ঘণ্টা পর আজ দুপুরে আমাদের জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে জানানো হলে কিছু করা যেত।'

যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা একজন অফিসারকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আনতে পাঠিয়েছি। ফুটেজটি পর্যালোচনার পর অভিযোগটি আমলে নেওয়া হবে।'
 

Comments