দুর্নীতি মামলায় সাহেদের জামিন বহাল
দুর্নীতি মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
গত ২১ আগস্ট এক কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল না করায় ঢাকার একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেন।
আজ সোমবার বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে সাহেদের বিরুদ্ধে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সাহেদের দায়ের করা আপিল তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
সাহেদের জামিনের হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দুদকের করা লিভ টু আপিল আবেদনের শুনানি শেষে বিচারপতি বুরহানউদ্দিনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, সাহেদ অন্যান্য মামলায় গ্রেপ্তার থাকায় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
২০২১ সালের ১ মার্চ, দুদক সাহেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে।
২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়।
আদালতে সাহেদের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
Comments