অস্ত্র মামলায় সাহেদের জামিন আদেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের হাইকোর্টের দেওয়া জামিন আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।
হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের প্রেক্ষিতে আজ রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের চেম্বার বিচারক রাষ্ট্রপক্ষের আবেদন নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১ আগস্ট দিন ধার্য করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিউর উল্লাহ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের চেম্বার বিচারক মোহাম্মদ সাহেদের হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেছেন। কারণ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, যা বিচারিক আদালতে প্রমাণিত হয়েছে। এ ছাড়া, সাহেদ এই মামলায় মাত্র এক বছর ১১ মাস কারাগারে আছেন। অথচ তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে, চলতি বছরের ৭ জুন এই মামলায় মোহাম্মদ সাহেদকে জামিন দেন হাইকোর্ট।
Comments