রিজেন্টের সাহেদের জামিন আদেশ সুপ্রিম কোর্টে স্থগিত

এমআরআই মেশিন কেনার নামে পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক) থেকে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের জামিনের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
সাহেদ
মো. সাহেদ। ফাইল ছবি

এমআরআই মেশিন কেনার নামে পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক) থেকে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের জামিনের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।

এ মামলায় গত বৃহস্পতিবার মোহাম্মদ সাহেদকে স্থায়ী জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

হাইকোর্টের জামিন আদেশের রায় স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম স্থগিতাদেশ দেন।

২৪ অক্টোবর পর্যন্ত জামিনের আদেশ স্থগিত রাখার পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ওই তারিখের মধ্যে চেম্বার আদালতে লিভ টু আপিল আবেদন করতে দুদককে নির্দেশ দিয়েছেন বিচারক।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাহেদের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকায় চেম্বার আদালত তার জামিনের আদেশ স্থগিত করেছেন।'

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহীম খলিল এবং ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী এবং তার ছেলে রাশেদুল হক চিশতীর বিরুদ্ধে ২০২০ সালের ২৭ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা অফিসে মামলাটি করে।

সোমবার স্থগিতাদেশের আবেদনের শুনানিকালে সাহেদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মাসুদুল হক।

Comments