৪ মামলায় নিপুণ রায়ের আগাম জামিন আপিল বিভাগে বহাল

গত ৪ ডিসেম্বর হাইকোর্ট নিপুণকে আগামী বছরের ১১ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দেন।
জামিন পেলেন নিপুণ রায়
নিপুণ রায়। ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর মামলাসহ চার মামলায় বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা পৃথক চারটি আবেদন খারিজ করে দেন।

গত ৪ ডিসেম্বর হাইকোর্ট নিপুণকে আগামী বছরের ১১ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দেন এবং মামলার বিষয়ে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় ঢাকার রমনা ও পল্টন থানায় এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এসব মামলা করা হয়।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী এবং নিপুণের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. বদরুদ্দোজা বাদল।

Comments