রাজনীতি

হাইকোর্টে মুন্সিগঞ্জ বিএনপির ১৫৩ নেতাকর্মীর আগাম জামিন

গাড়ি ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় মুন্সিগঞ্জের ১৫৩ বিএনপির নেতাকর্মীর ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

গাড়ি ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় মুন্সিগঞ্জের ১৫৩ বিএনপির নেতাকর্মীর ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলায় বিএনপি নেতাদের জামিন চেয়ে করা ২০টি পৃথক আবেদনের শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অভিযুক্তদের ৬ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করারও নির্দেশ দেন আদালত।

অভিযুক্তদের মধ্যে ১২২ জনের আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'যানবাহন ভাঙচুর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং বোমা বিস্ফোরণের অভিযোগে ২২ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ সদর থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ এ মামলা করে।'

তিনি বলেন, 'ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা ও মারধর করলেও আসামিরা বিএনপির নেতা-কর্মী হওয়ায় তাদের হয়রানি করতে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে।'

Comments