ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ক্লিপ খোলার সময় যুবক আটক

আটক আরিফ মিয়ার কাছ থেকে চারটি পেন্ডেল ক্লিপ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের প্যান্ডেল ক্লিপ খোলার সময় এক যুবক আটক হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার পৈরতলা পশ্চিম রেলগেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক আরিফ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিকেলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা পশ্চিম রেলগেট এলাকায় ওই যুবককে রেললাইনের প্যান্ডেল ক্লিপ খুলতে দেখেন টহলরত আনসার বাহিনীর সদস্যরা। এসময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চারটি প্যান্ডেল ক্লিপ উদ্ধার করা হয়। পরে রেলওয়ে পুলিশের সদস্যরা তাকে ফাঁড়িতে নিয়ে আসেন।' 

এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

Comments

The Daily Star  | English

4 injured in clashes during NCP rally in Bogura

The incident occurred around 4:30pm near the Titu Auditorium in Bogura town during a programme organised by the NCP

1h ago