বেনাপোল এক্সপ্রেসে নিহত ৪ জন সম্পর্কে যা জানা গেল

ঢাকায় ট্রেনে আগুন
পুড়ে যাওয়া বগির ভেতরের অংশ। ছবি: আনিসুর রহমান/স্টার

গতরাতে ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুনে নিহত চার জনের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। তবে মরদেহগুলো পুড়ে যাওয়ায় তাদের কারও পরিচয় শনাক্ত করা যায়নি।

বেনাপোল এক্সপ্রেসে আগুন নিভিয়ে ফেলার পর গতকাল রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের একাধিক উদ্ধারকারী বলেছিলেন, নিহতদের মধ্যে এক থেকে দুজন শিশু রয়েছে। আর ট্রেনের জানালায় যার মরদেহ ঝুলে থাকতে দেখা যায় তিনি পুরুষ। কিন্তু এর পরে অন্তত তিন জন নারীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে তাদের স্বজন নিখোঁজ রয়েছেন যারা সবাই এই ট্রেনে ভ্রমণ করছিলেন। এতে নিহতদের পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল।

আজ ঢাকা মেডিকেল কলেজের মর্গ সূত্রগুলো নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে কোনো শিশু নেই। নিহতদের মধ্যে একজন পুরুষ ও অন্য তিনজন প্রাপ্তবয়স্ক নারী। ময়নাতদন্তের পর ফরেনসিক বিশেষজ্ঞরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন।

তবে নিহতদের পরিবারের সদস্যরা কাউকে শনাক্ত করতে না পারায় ডিএনএ নমুনা সংগ্রহের পর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক সেতাফুর রহমান বলেন, ডিএনএ নমুনা ঢাকা রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে মেলানোর জন্য এই নমুনাগুলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।

ডিএনএ পরীক্ষার পর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

নিখোঁজরা হলেন- আবু তালহা, নাতাশা জেসমিন, চন্দ্রিমা চৌধুরী সওমী ও এলিনা।

 

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

1h ago