বর্তমান হজ প্যাকেজ কেন অবৈধ হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

আদালত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেছেন যে কেন বাংলাদেশে অপারেট করা সব আন্তর্জাতিক এয়ারলাইনসকে প্রতিযোগিতামূলক ভাড়ায় হজযাত্রীদের পরিবহনের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হবে না।
high court
হাইকোর্ট। স্টার ফাইল ফটো

হজযাত্রীদের জন্য অতিরিক্ত ব্যয় ধার্য করে নির্ধারণ করা বর্তমান হজ প্যাকেজ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্ট আজ সোমবার এই রুল দিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারকে এর ব্যাখ্যা দিতে বলেছেন।

আদালত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেছেন যে কেন বাংলাদেশে অপারেট করা সব আন্তর্জাতিক এয়ারলাইনসকে প্রতিযোগিতামূলক ভাড়ায় হজযাত্রীদের পরিবহনের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হবে না।

সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ দ্য ডেইলি স্টারকে জানান, হজ প্যাকেজ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল-কুরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আশরাফ-উজ-জামানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই রুল দেন।

রিট আবেদনকারী আশরাফ-উজ-জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ধর্ম মন্ত্রণালয় গত ৮ নভেম্বর হজ প্যাকেজ নির্ধারণ করে প্রজ্ঞাপন দিয়েছে। এই প্যাকেজ অত্যন্ত অযৌক্তিক এবং সাধারণ মানুষের নাগালের বাইরে।'

মন্ত্রণালয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হজের জন্য উড়োজাহাজের ভাড়া ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা, যেখানে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া-আসার বর্তমান ভাড়া ৭৬ হাজার টাকা থেকে ১ লাখ ১০ হাজার টাকার মধ্যে।

আশরাফ-উজ-জামান বলেন, 'প্রতি বছর এই দুই দেশের সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সৌদি এয়ারলাইনস থেকে হজযাত্রীদের এয়ার টিকিট কিনতে বাধ্য করে এসব এয়ারলাইনসকে অবৈধ সুবিধা দিতে।'

রিট আবেদনে তিনি হজ প্যাকেজের খরচ কমিয়ে হজযাত্রী প্রতি ৪ লাখ টাকার মধ্যে পুনর্নির্ধারণের জন্য হাইকোর্টের প্রতি আহ্বান জানান।

রিটে তিনি উল্লেখ করেছেন, বর্তমানে হজযাত্রীদের জন্য সাধারণ প্যাকেজ ৫ লাখ ৭৮ হাজার টাকা এবং বিশেষ প্যাকেজ ৯ লাখ ৩৬ হাজার টাকা।

 

Comments

The Daily Star  | English

Ex-land minister Narayon Chandra Chanda arrested

Former Land Minister Narayon Chandra Chanda was arrested from Jhenaidah today as he attempted to flee India crossing the border illegally

Now