চট্টগ্রাম থেকে বিমানের সরাসরি হজ ফ্লাইট শুরু, আজ গেলেন ৩৯৮ হজযাত্রী

ভোর ৩টা ২০ মিনিটে ফ্লাইটটি বিমান বন্দর থেকে হজ যাত্রীদের নিয়ে পবিত্র মদিনার উদ্দেশে যাত্রা করে
ছবি: সংগৃহীত

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৩৯৮ জন হজ যাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রাম ছেড়েছে।

ভোর ৩টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেডিকেটেড হজ ফ্লাইট বিমান বন্দর থেকে হজ যাত্রীদের নিয়ে পবিত্র মদিনার উদ্দেশে যাত্রা করে।

হজ ফ্লাইট উদ্বোধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) মোহাম্মদ সালাউদ্দিন, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।  

Comments