নগদে প্রশাসক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত হাইকোর্টে বহাল

নগদ, হাইকোর্ট, মোবাইল আর্থিক সেবা, বাংলাদেশ ব্যাংক,

মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান 'নগদ' এ প্রশাসক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট।

একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে নগদের পরিচালক শাফায়াত আলমের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত বলেছেন, রিট আবেদনটি গ্রহণযোগ্য নয়।

এর আগে গত বছরের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদারকে নগদের প্রশাসক হিসেবে এক বছরের জন্য নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া প্রশাসককে সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের আরও ছয় কর্মকর্তাকে নগদে নিয়োগ দেওয়া হয়।

রিট আবেদনে নগদের নয় কোটি গ্রাহকের বিরুদ্ধে অপারেশনাল অনিয়মের অভিযোগ ওঠার পর বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের সাবেক পরিচালক দিদারকে প্রশাসক হিসেবে নিয়োগের কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

Comments

The Daily Star  | English

BNP youth rally underway in Nayapaltan amid massive turnout

Since early morning, large processions of leaders and activists poured into Naya Paltan, surrounding areas

28m ago