নোয়াখালীতে পুলিশের ওপর ডাকাতদলের হামলা, গ্রেপ্তার ১

ডাকাতির অভিযোগে মো. ইসমাইল হোসেন ওরফে মিশনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতদলের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন, কোম্পানীগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন, কনস্টেবল কামরুল এবং কনস্টেবল হাসান। বুধবার বিকেল ৩টার দিকে জেলার কোম্পানিগঞ্জের মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মো. ইসমাইল হোসেন ওরফে মিশন (৩৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত রফিক সওদাগরের ছেলে।

পুলিশ জানায়, আন্তজেলা ডাকাত দলের সদস্য মিশনকে গ্রেপ্তার করতে বুধবার বিকেলের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় অভিযান চালায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এ সময় ইসমাইল হোসেন ওরফে মিশনকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা। মিশন নিজেও ধারালো দা দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। এতে তিন পুলিশ আহত হন। ওই সময় পুলিশও ফাঁকা গুলি ছোড়ে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামি আন্তজেলা ডাকাত দলের সদস্য। সে ডাকাতি, চাঁদাবাজিসহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ ঘটনায় পুলিশের কাজে বাধা-প্রদান এবং পুলিশকে আঘাত করার অভিযোগে একটি নিয়মিত মামলা নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Trump says Iran-Israel truce holds after berating both countries

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago