নাটোরে মোটরসাইকেল থেকে যুবককে গুলি

নাটোরে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক আহত হয়েছেন। আজ সকাল ১১টার দিকে নাটোর সদর উপজেলার জাঠিয়ান মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
Crossfire logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নাটোরে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক আহত হয়েছেন। আজ সকাল ১১টার দিকে নাটোর সদর উপজেলার জাঠিয়ান মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবক সোহান আহমেদ (৩৭) জাঠিয়ান এলাকার শামীম আহমেদের ছেলে।

এলাকাবাসী জানায়, সোহানের শ্বশুর শামীম হোসেনের সঙ্গে সোহান ও সোহানের বাবা শামীম আহমেদের জমি নিয়ে বিরোধ ছিল।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জাঠিয়ান মুড় এলাকায় বসে ছিলেন সোহান। এসময় একটি মোটরসাইকেলে তিন যুবক এসে সোহানকে গুলি করে পালিয়ে যান। স্থানীয়রা সোহানকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নাটোর আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার সারমিন বানু জানান, সোহানের বাম পায়ে গুলি লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, গুলিতে এক যুবক আহত হয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments