নিশ্চিন্তপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

‘তারা আলমারিতে থাকা নগদ ৩০ লাখ টাকা এবং ৭০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে চলে যায়।’
নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাতরা।

আজ সোমবার ভোররাত ২টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আব্দুল মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুইতলা ভবনের নিচতলার জানালার গ্রিল কেটে ভবনে ঢুকে পরে কয়েকজন মুখোশধারী ডাকাত। শব্দ শুনে আমি নিচে নেমে যাই। নিচতলায় যাওয়া মাত্রই ছয়জন ডাকাত আমাকে বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে আমার পরিবারের সবাইকে জিম্মি করে।'

তিনি দাবি করেন, 'পরে তারা আলমারিতে থাকা নগদ ৩০ লাখ টাকা এবং ৭০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে চলে যায়।'

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিশ্চিন্তপুরের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।'

Comments