যশোর

চাঁদা না দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

যশোরে চাঁদা না দেওয়ায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার বন্ধুকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে তারা।
যশোর জেনারেল হাসপাতালে সোলায়মান হোসেনের মরদেহ ঘিরে স্বজনদের বিলাপ। ছবি: স্টার

যশোরে চাঁদা না দেওয়ায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার বন্ধুকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে তারা।

আজ শুক্রবার রাতে শহরের টিবি ক্লিনিক মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সোলায়মান হোসেন টিবি ক্লিনিক এলাকার আব্দুল হকের ছেলে। আহত জসিম উদ্দিন একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

নিহতের বাবা আব্দুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার রাত ৮টা ১০ মিনিটের দিকে টিবি ক্লিনিক মোড়ে আমার ছেলে ও তার বন্ধু জসিম চা খাচ্ছিল। এসময় আরাফাত ও মেহেদী নামে দুজন জসিমের কাছে ৫০০ টাকা চাঁদা চায়, কিন্তু জসিম দিতে অস্বীকার করে। এসময় আরাফাত জসিমকে ছুরিকাঘাত করে। সোলায়মান আরাফাতকে বাধা দিলে সে সোলায়মানের বুক ও তলপেটে ৫ বার উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।'

স্থানীয়রা সোলায়মান ও জসিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আলী হাসান ডেইলি স্টারকে বলেন, 'অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই সোলায়মান মারা যায়। জসিমকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।'

বর্তমানে সোলায়মানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।' 

Comments

The Daily Star  | English

Students gather to besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

20m ago