সিরাজগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নিহতরা হলেন বিকাশ সরকার (৪৬), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪২) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।
সিরাজগঞ্জ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারোয়ারি বটতলায় একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোররাত ৩টায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন বিকাশ সরকার (৪৬), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪২) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

নিহত বিকাশের বড়ভাই প্রকাশ সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান—হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদেরকে হত্যা করে ঘরে তালা দিয়ে যায়।

স্বজনরা খোঁজ না পেয়ে থানায় খবর দিলে পুলিশ সদস্যরা ভোররাত ৩টার দিকে তালা ভেঙে মেঝে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পান।

তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, তাদেরকে গত দুইদিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগ করে ব্যর্থ হন। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে মরদেহ দেখতে পান।

তাদেরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।

স্বজনদের ধারণা রোববারের রাত থেকে সোমবার দিনের কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড হতে পারে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

Comments