জয়পুরহাটে মোয়াজ্জেম হত্যা, ২২ বছর পর ১১ আসামির মৃত্যুদণ্ড

Gavel

জয়পুরহাটে ২০০২ সালে মোয়াজ্জেম হোসেনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১১ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দিন মামলার ১১ আসামির মধ্যে ৫ জনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে ৬ জন পলাতক।

দণ্ডপ্রাপ্তরা হলেন বেদারুল ইসলাম, মনোয়ার হোসেন, টুটুল আলী, মাসুদ রানা, সরওয়ার রওশন সুমন, মশিউর রহমান, নজরুল ইসলাম, মো. শাহী, সুজান মিয়া, আব্দুর রহিম ও মো. ডাবলু মিয়া।

এর মধ্যে নজরুল ইসলাম, বেদারুল ইসলাম, টুটুল, সুজান, আবদুর রহিম ও ডাবলু পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ২৮ জুন ব্যক্তিগত শত্রুতার জের ধরে মোয়াজ্জেম হোসেনকে জয়পুরহাট শহর থেকে তুলে নিয়ে আসামিরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে নির্যাতন করে। পরে তাকে জয়পুরহাট-জামালগঞ্জ সড়কে একটি জায়গায় নামিয়ে দেওয়া হয়। পরদিন স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মাহবুব আলম ২০০৩ সালের ২৯ অক্টোবর ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ সাজা ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

5h ago