ব্রাহ্মণবাড়িয়া

পুকুরে ট্রাভেল ব্যাগের ভেতর নারীর খণ্ডিত মরদেহ

পুকুর থেকে উদ্ধার করা ট্রাভেল ব্যাগ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহসহ একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের নোয়াহাটির বিল্লাল মিয়ার পুকুর থেকে ট্রাভেল ব্যাগটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মরদেহ উদ্ধার করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম।

তার বরাত দিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সোনাহর আলী ডেইলি স্টারকে জানান, ওই নারীর পরিচয় জানা সম্ভব হয়নি।

এসআই সাইফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ট্রাভেল ব্যাগে মরদেহের শরীরের উপরের অংশ ও দুই হাত ছিল। মাথা ও উরু থেকে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।'

ওই নারীর বয়স ২৩ থেকে ২৮ এর মধ্যে হতে পারে বলে পুলিশ ধারণা করছে।

Comments

The Daily Star  | English

Investment slump deepens

Imports of capital machinery have fallen to multi-year lows, dipping even below Covid-19 levels

3h ago