নির্বাচনের আগে মসজিদ-মন্দিরে অনুদান: এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে মসজিদ, মন্দির ও প্যাগোডায় অনুদানের চেক বিতরণের অভিযোগে ওঠে বাচ্চুর বিরুদ্ধে।
মহিউদ্দিন বাচ্চু
মহিউদ্দিন বাচ্চু। ছবি: সংগৃহীত

মসজিদ, মন্দির ও প্যাগোডায় অনুদানের চেক বিতরণের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মো. সালাউদ্দিন এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী তরিকুল ইসলাম গ্রেপ্তারি পরোয়ানার তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এর আগে বাচ্চুকে হাজির হওয়ার জন্য সমন জারি করলেও, তিনি আদালতে হাজির হননি। ইসির মামলায় আদালত এখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আগামী ৫ মে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।'

এর আগে, দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে মসজিদ, মন্দির ও প্যাগোডায় অনুদানের চেক বিতরণের অভিযোগে ওঠে বাচ্চুর বিরুদ্ধে।

নির্বাচনী তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় ডবলমুরিং থানার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিনের আদালতে মামলা করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল ইসি। 

ইসির উপসচিব গত ৪ জানুয়ারি সরকারি আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট থানা নির্বাচন কর্মকর্তাকে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে বলেন।

ইসির আইনজীবী মো. জাহিদুল ইসলাম চৌধুরী সে সময় গণমাধ্যমকে বলেছিলেন, 'আগামী ১৫ ফেব্রুয়ারি শুনানির তারিখে বাচ্চুকে আদালতে হাজির হওয়ার জন্য তলব করেছেন আদালত।'

'এফআইআরে উল্লেখ করা হয়েছে যে, প্রার্থী নির্বাচনের সময় ব্যাংকের চেক বিতরণ করে তিনি নির্বাচনী আচরণবিধির ধারা-৩ লঙ্ঘন করেছেন,' বলেছিলেন তিনি।

নির্বাচনের আগে চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মঞ্জুর আলম বাচ্চু নির্বাচনী এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেছেন বলে অভিযোগ করে রিটার্নিং কর্মকর্তার (আরও) কাছে লিখিত অভিযোগ করেন।

Comments

The Daily Star  | English

Yunus's 'Reset Button' call was not about erasing Bangladesh's proud history: CA office

He meant resetting the software, not the hardware created by 1971 Liberation War, statement says

1h ago