অপরাধ ও বিচার

চট্টগ্রামে ৪ শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

দণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন (৪৭) আজ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চার শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক মাদ্রাসা শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন (৪৭) আজ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোরশেদুল আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জিকু বড়ুয়া ডেইলি স্টারকে বলেন, 'মামলায় ১১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।'

মামলার নথি অনুযায়ী, কোভিড মহামারি চলাকালে ২০২০ সালের ১২ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলায় এক মাদ্রাসার চার শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। 

বিষয়টি জানার পর এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শিক্ষক নাছিরকে আসামি করে মামলা করেন। 

তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দেওয়ার পর চট্টগ্রামের একটি আদালত ২০২২ সালের ২৪ জানুয়ারি নাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Comments