অপরাধ ও বিচার

মাদ্রাসা শিক্ষকের জিহ্বা কেটে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ৪

চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদ্রাসা শিক্ষকের জিহ্বা কেটে হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জাকির হোসেন জাক্কু (৪৮), একই গ্রামের মাহবুবুল আলম শিমুল (৩৩), সুমন (৩৫) ও মো. আমিরুল ইসলাম রিমন (২০)।

র‍্যাব জানায়, গত ৫ মার্চ রাতে বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের শরীফুল ইসলাম নূরী (৩৮) বিজয়নগরের দৌলতবাড়ি দরবার শরীফের ওয়াজ মাহফিল শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে আখাউড়া উপজেলার রামধননগর রেলক্রসিং সংলগ্ন রাস্তায় শরীফুলের ওপর হামলা চালায় আসামিরা।

এ ঘটনায় আহত শরিফুলের চাচা আব্দুল বাছির ভূঁইয়া বাদী হয়ে আখাউড়া থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

র‌্যাব আরও জানায়, অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ওয়াজ মাহফিলে শরীফুল ইসলামের বক্তব্যের কিছু অংশ গ্রহণযোগ্য মনে না হওয়ায় হামলা চালিয়েছে তারা।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে র‌্যাবের একাধিক দল চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

 

Comments

The Daily Star  | English

Chennai win fifth IPL title in Dhoni's likely swansong

Chennai Super Kings equalled Mumbai Indians' record of five Indian Premier League (IPL) titles after Mahendra Singh Dhoni's side triumphed in a last-ball thriller, beating champions Gujarat Titans by five wickets in Monday's rain-marred final in Ahmedabad.

2h ago