স্বেচ্ছাসেবক দল নেতার মরদেহ উদ্ধার

তিস্তায় নৌকাডুবি
স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা ফেরদৌস আহমেদের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফেরদৌস আহমেদ লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজার এলাকার নুরুল হকের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

পরিবারের লোকজন জানান, ফেরদৌস গতকাল রোববার সকালে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা বলে বাড়ি থেকে বের হন। বিকেল থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। এরপর আজ সকাল ৭টার দিকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিষয়টি ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English

At least 24 killed as Pakistan-India tensions intensify

8 killed in Pakistan, 3 killed in Indian Kashmir in shelling from both sides

6h ago