রাজধানীর তুরাগে চিলেকোঠা থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

ঢাকায় পৃথক দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নিহত ২
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানী ঢাকার তুরাগ থানাধীন কামারপাড়ার একটি বাড়ির চিলেকোঠা থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দিবাগত রাতে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'পাঁচ তলা ভবনের লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে চিলেকোঠা থেকে মৌসুমী (৪৫) ও ইব্রাহিম (৩৩) নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৌসুমীর গলা কাটা ছিল এবং ইব্রাহিমের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।'

আনোয়ার আরও বলেন, 'তাদের সম্পর্ক কী ছিল এখনো জানা যায়নি।'

ঘটনাস্থল থেকে তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইদ মিয়া বলেন, 'চলতি বছরের জানুয়ারিতে ইব্রাহিম কামারপাড়ার ছাদের একটি রুম ভাড়া নিয়েছিলেন। মৌসুমী উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় থাকতেন। যতটুকু জানা গেছে, মৌসুমী ও ইব্রাহিম পরস্পরকে আগে থেকেই চিনতেন। তারা একে অন্যের বাসায় যাতায়াত করতেন।

'আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Soybean oil prices hiked by Tk 14 per litre

Branded bottled soybean oil will be Tk 189 a litre and non-branded loose Tk 169

2h ago