অবন্তিকার ‘আত্মহত্যা’: রিমান্ডের পর কারাগারে জবি শিক্ষার্থী আম্মান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচণা মামলায় দুই দিনের রিমান্ডের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান আম্মান সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুর ১টার দিকে আম্মানকে আদালতে আনা হয়। আম্মানের জন্য করা জামিন আবেদনের শুনানি হয়নি আজ।
আদালতের পরিদর্শক মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে একই মামলায় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে এক দিনের রিমান্ড শেষে গতকাল কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের হাজতে পাঠানো হয়।
আজ আবারও দ্বীন ইসলামের জামিন আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।
গতকাল মঙ্গলবার একদিনের রিমান্ড শেষে দ্বীন ইসলামকে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
Comments