গাজীপুরে অটো‌রিকশা চালককে পি‌টিয়ে হত্যা: গ্রেপ্তার ২

মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে ধাক্কা লাগা নিয়ে বাকবিতণ্ডার জেরে মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গ্রেপ্তার আশিক ও আরাফাত। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন এলাকার কোনাবাড়িতে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পু‌লিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-আমবাগ এলাকার আশিক বাবু (২৩) ও আরাফাত হোসেন রাহাত (১৬)।

আজ সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপক‌মিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গত শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে ধাক্কা লাগা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে অটোরিকশা চালক মাসুদ রানা (৩৫) ও মোটরসাইকেল আরোহী আশিক ও রাহাত। 

পরে রিকশাচালক মাসুদকে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করা হয় ।

এ ঘটনায় নিহতের স্ত্রী সে‌লিনা বেগম বাদী হয়ে কোনাবা‌ড়ি থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযোগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Comments