চিকিৎসার জন্য আমানউল্লাহ আমানকে বিদেশে যাওয়ার অনুমতি

দেশে ফিরে আগামী ৯ জুনের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত
আমানউল্লাহ আমান। ছবি: সংগৃহীত

দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আমান উল্লাহ আমানকে দেশে ফিরে আগামী ৯ জুনের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি চেয়ে আমানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

শুনানিকালে আমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

দুর্নীতির মামলায় ১৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আমান গত মার্চ মাসে আপিল বিভাগে একজন আইনজীবীর মাধ্যমে আবেদন করেন।

২০০৭ সালে যে মামলায় আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়, সেই মামলায় ২০ মার্চ আপিল বিভাগ জামিন দেন তাকে।

তবে তাকে বিদেশ যেতে হলে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে উল্লেখ করেছেন আপিল বিভাগ।

পরে সুপ্রিম কোর্টের জামিনের আদেশের পর আমান কারাগার থেকে মুক্তি পান।

Comments