পাবনা

সুজানগর উপজেলা চেয়ারম্যান ও প্রার্থী শাহিনকে ২২ লাখ টাকাসহ আটক

শাহিনুজ্জামান শাহিনসহ আটক ১১ জন। ছবি: সংগৃহীত

পাবনার সুজানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. শাহিনুজ্জামান শাহিনকে ২২ লাখ টাকাসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এসময় তার আরও ১০ সহযোগীকে আটক করা হয়।

আজ মঙ্গলবার ভোররাতে সুজানগরের চর ভবানিপুর মুজিব বাঁধের ওপর থেকে তাদের আটক করে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সুষ্ঠু নির্বাচন আয়োজনের অংশ হিসেবে টহলরত অবস্থায় শাহিনুজ্জামান শাহিনসহ ১১ জনকে আটক করা হয়। এসময় শাহিনের কাছ থেকে ব্যাগভর্তি প্রায় ২২ লাখ ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। টাকাগুলো নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছিল বলে ধারনা করা হচ্ছে।'
 
এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতদের পাবনা র‌্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।

এহতেশামুল হক খান বলেন, 'বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।'

আটকের খবর পেয়ে শাহিনের সমর্থকরা গতরাতে সুজানগর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন বলে জানা গেছে।

আগামী ৮ মে অনুষ্ঠিতব্য সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব (মোটরসাইকেল)।

Comments

The Daily Star  | English

Afghanistan earthquake kills 800 with more than 2,500 injured

More than 1.2 million people likely felt strong or very strong shaking

9h ago