এনআইডির তথ্য চুরি: ইসির ডেটা এন্ট্রি অপারেটরসহ ২ জন গ্রেপ্তার

গতকাল দুজনকে গ্রেপ্তার করে সিটিটিসি। ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য চুরি ও অন্যান্য সনদ বিক্রির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) ডেটা এন্ট্রি অপারেটরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন-কুড়িগ্রাম ইসি কার্যালয়ের ডেটা এন্ট্রি কর্মকর্তা জামাল ও লিটন মোল্লা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল গতকাল তাদের গ্রেপ্তার করে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।

সিটিটিসি জানায়, গ্রেপ্তারকৃতরা একটি ওয়েবসাইট তৈরি করে টাকার বিনিময়ে এনআইডির সার্ভার কপি, ভুয়া এনআইডি, কোভিড সনদ, জন্ম নিবন্ধন সনদসহ অন্যান্য বিক্রি করত।

সিটিটিসি প্রধান বলেন, 'জামাল নিজের আইডি দিয়ে বেআইনিভাবে এনআইডি ব্যবহার করেন। তাকে লগইনের জন্য ওটিপি দিয়ে কে সহায়তা করেছিল, আমরা তাকে শনাক্ত করার চেষ্টা করছি।'

এভাবে নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রি করে এই চক্রটি অন্তত কোটি টাকা আয় করেছে বলে জানিয়েছে সিটিটিসি। 

অন্তত ৬০ হাজার জন তাদের ওয়েবসাইট পরিদর্শন করেছেন বলে সিটিটিসি জানিয়েছে।

 

Comments

The Daily Star  | English
forex crisis

Forex reserves cross $21 billion again

The amount was over $21 billion for the last time in July 2024

46m ago