এমপি আনার হত্যা: গ্রেপ্তার ৩ আসামির ৮ দিন করে রিমান্ড

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এই আদেশ দেন।
আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সেলেস্তি রহমান ও তানভীর ভূঁইয়া। ছবি: সংগৃহীত

কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে আট দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এই আদেশ দেন।

আসামিরা হলেন-আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সেলেস্তি রহমান ও তানভীর ভূঁইয়া।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এই তিনজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে।

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হন এমপি আনার।

হত্যার ঘটনায় শেরেবাংলা নগর থানায় তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গোয়েন্দা পুলিশ বলছে, বন্ধু আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে স্বর্ণ চোরাকারবার নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন এমপি আনার।

খুনিরা দুই থেকে তিন মাস আগে হত্যার পরিকল্পনা করে এবং মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের মালিকানাধীন গুলশান ও বসুন্ধরার দুটি বাসায় একাধিক বৈঠক করে।

গোয়েন্দারা জানান, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভূঁইয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে নাম পাল্টে আমানউল্লাহ নামে পাসপোর্ট নিয়ে ভারতে যান।

 

Comments