এমপি আনার হত্যা: গ্রেপ্তার ৩ আসামির ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি

আজ দুপুরে তাদের আদালতে হাজির করা হবে।
এমপি আনার হত্যা
আনোয়ারুল আজীম আনার। ছবি: সংগৃহীত

কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ দ্য ডেইলি স্টারকে বলেন, গোয়েন্দা পুলিশের একটি টিম আজ শুক্রবার দুপুরে সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়াসহ গ্রেপ্তারকৃতদের ঢাকার আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করবে।

গোয়েন্দারা বলছেন, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভূঁইয়া কলকাতায় হত্যাকাণ্ড ঘটাতে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে নিজের নাম পরিবর্তন করে আমানুল্লাহ রাখেন একই এই নামে পাসপোর্ট নেন।

Comments