৩০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনার বিরুদ্ধে মামলা

আ ক ম বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে তাহসীন বাহার সূচনা। ছবি: সংগৃহীত

কুমিল্লার সাবেক সংসদ সদস্য একেএম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আজ সোমবার দুদক ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করা হয়।

দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, সাবেক এমপি বাহারের বিরুদ্ধে ৬৭ কোটি ৪৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। 

দুদকের তদন্তে দেখা গেছে, বাহারের মোট সম্পদের পরিমাণ ৭৩ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে ৫ কোটি ৭২ লাখ টাকার সম্পদ বৈধ বলে বিবেচিত হয়েছে।

এছাড়া, তার ২৯টি ব্যাংক অ্যাকাউন্টে ২৫৮ কোটি ৬৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।

অপরদিকে, বাহারের মেয়ে সূচনার বিরুদ্ধে ৩ কোটি ৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। 

দুদকের তদন্তে দেখা গেছে, সূচনার মোট সম্পদের পরিমাণ ৫ কোটি ৯৭ লাখ টাকা, যার মধ্যে ২ কোটি ৯২ লাখ টাকার সম্পদ বৈধ বলে বিবেচিত হয়েছে।

এছাড়া, তার ১৬টি ব্যাংক অ্যাকাউন্টে ৪২ কোটি ৫৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।

Comments

The Daily Star  | English
Rice_market

Development is not just about macroeconomic progress

Do macroeconomic concepts reflect the realities on the ground?

12h ago