নেত্রকোণায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

সন্দেহ করা হচ্ছে, গ্রামের নির্জন স্থানে বাড়িটি ভাড়া নিয়ে জঙ্গিরা কার্যক্রম চালিয়ে আসছে। 
এই বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

নেত্রকোণা সদর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

আজ শনিবার দুপুর থেকে কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় নির্জন ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, বাড়িটির মালিক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার অধ্যাপক আব্দুল মান্নান।

সন্দেহ করা হচ্ছে, গ্রামের নির্জন স্থানে বাড়িটি ভাড়া নিয়ে জঙ্গিরা কার্যক্রম চালিয়ে আসছে। 

পুলিশ ইতোমধ্যে এই অভিযানে একটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, একটি ডামি একে ৪৭ রাইফেল উদ্ধার করেছে। বাড়ির ভেতর বোমা থাকতে পারে ধারণায় ময়মনসিংহ থেকে বোমা ডিস্পোজাল টিম এসে কাজ শুরু করেছে বলে জানান পুলিশ সুপার।

তবে বাড়িটিতে কোনো লোকজন পাওয়া যায়নি।

পুলিশ সুপার আরও জানান, বাড়ির মালিক দুই বছর আগে আরিফ নামের এক ব্যক্তিকে বাড়িটি ভাড়া দেন। আরিফকে পাওয়া যায়নি এ বাড়িতে ।

Comments