নারায়ণগঞ্জে আরেকটি ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে সিটিটিসি

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মাদারীপুর এলাকায় আরেকটি সন্দেহভাজন ‘জঙ্গি আস্তানা’ শনাক্ত করেছে।

 

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনপুরে এলাকায় আরেকটি সন্দেহভাজন ‘জঙ্গি আস্তানা’ শনাক্ত করেছে এবং সেটি ঘিরে রেখেছে।

সিটিটিসির অতিরিক্ত ডেপুটি কমিশনার আহমেদুল ইসলাম রাত ১২টা ১০ মিনিটের দিকে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, গোপন আস্তানাটি ঘিরে রেখেছেন সিটিটিসির কর্মকর্তারা।

তিনি বলেন, ‘বিকেল পাঁচটার দিকে গ্রেপ্তার হওয়া এক জঙ্গির তথ্যের ভিত্তিতে আমরা গোপন আস্তানাটি ঘিরে রেখেছি। আমরা জানতে পেরেছি তার নাম উসমান। কিন্তু, তার সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের আরও সময় প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমাদের সন্দেহ মদনপুরের আস্তানায় আইইডি থাকতে পারে। অভিযানের পরে আরও স্পষ্টভাবে বলতে পারব।’

আড়াইহাজারে গোপন আস্তানাটির হালনাগাদ তথ্য জানতে চাইলে তিনি বলেন, অভিযান প্রায় শেষের দিকে। জব্দ তালিকা প্রস্তুত করা হচ্ছে। অভিযান শেষ হলে মামলা দায়ের করা হবে।

Comments