বগুড়ায় ২৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মো.  ব্রাজিলের বিরুদ্ধে বিভিন্ন সময় বগুড়ার বিভিন্ন থানায়, অস্ত্র, এসিড সন্ত্রাস ও হত্যাসহ ২৯টি মামলা আছে
মো. ব্রাজিল ইসলাম। ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলায় হত্যাসহ ২৯ মামলার আসামি মো. ব্রাজিল ইসলামকে (৩৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার রাত ১১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কারা, কী কারণে হত্যা করেছে জানতে চাইলে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, 'বিষয়টি আমরা এখনো জানতে পারিনি। এই বিষয়ে আমরা তদন্ত করছি।'

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি তবে পুলিশ হত্যাকারীদের শনাক্ত করতে কাজ করছে বলে জানান ওসি।

সেলিম রেজা বলেন, 'মো.  ব্রাজিলের বিরুদ্ধে বিভিন্ন সময় বগুড়ার বিভিন্ন থানায়, অস্ত্র, এসিড সন্ত্রাস ও হত্যাসহ ২৯টি মামলা আছে। মামলাগুলো বিচারাধীন।

২৯টি মামলায় ব্রাজিল জামিনে ছিলেন কিনা জানতে চাইলে ওসি বিষয়টি নিশ্চিত জানেন না বলে জানান।

ব্রাজিল বগুড়া শহরের পালশা এলাকার সাজাহান আলীর ছেলে। গত কয়েক বছর ধরে কাহালু উপজেলার পোড়াপাড়া এলাকায় শশুরবাড়িতে বাস করছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাজিল দীর্ঘদিন বগুড়া শহরে যুবদলের রাজনীতি করতেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন। এবং আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে তাকে দেখা গেছে।

Comments