নির্বাচন কমিশনের ভুলে বগুড়ায় ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত

বগুড়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুন ভোটকেন্দ্রে গিয়ে দেখেন, তার বরাদ্দ কাঠি আইসক্রিমের সঙ্গে ব্যালটের প্রতীকের মিল নেই। ব্যালটে দেওয়া হয়েছে কুলফি আইসক্রিম।
নির্বাচন কমিশন থেকে বরাদ্দকৃত প্রতীকে ছবি দেখাচ্ছেন প্রার্থী মামুন। ছবি: স্টার

বগুড়া সদর উপজেলা নির্বাচনে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর (পুরুষ) বরাদ্দকৃত প্রতীকের সঙ্গে ব্যালটের প্রতীকের অমিল থাকায় সদর উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

আজ বুধবার সকালে বগুড়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুন ভোটকেন্দ্রে গিয়ে দেখেন, তার বরাদ্দ কাঠি আইসক্রিমের সঙ্গে ব্যালটের প্রতীকের মিল নেই। ব্যালটে দেওয়া হয়েছে কুলফি আইসক্রিম। এতে ভোটারটা বিভ্রান্ত হয়ে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন এই প্রার্থী।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, 'প্রতীকের অমিলের কারণে নির্বাচন কমিশনের নির্দেশে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।'

 

Comments