সিএমপির এডিসি কামরুল ও স্ত্রীর ১১.৩৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

‘আদালত তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।’
সিএমপির লোগো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের ১১ কোটি ৩৪ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের তদন্ত কর্মকর্তা এমরান হোসেন তাদের হিসাব ও সম্পত্তি জব্দ করার জন্য আদালতে আবেদন করলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছা গতকাল সন্ধ্যায় এ আদেশ দেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে আজ মঙ্গলবার দুদকের প্রসিকিউটর অ্যাডভোকেট সালাউদ্দিন লাভলু বলেন, আদালত তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন এবং সম্পত্তির তদারকির জন্য রিসিভার নিয়োগ করতে বলেছেন।

Comments