কোটা আন্দোলনে সহিংসতায় নিহতের ঘটনা দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক: হাইকোর্ট

হাইকোর্ট আদেশ দেওয়ার জন্য আগামীকাল দিন ধার্য করেছেন।
হাইকোর্ট
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতের ঘটনা দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানিতে বলেন, জাতির ক্ষতি হবে এমন কোনো কাজ করা আমাদের উচিত হবে না।

এর আগে গতকাল ডিবি হেফাজত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের অবিলম্বে মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর গুলি বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আয়নুন্নাহার সিদ্দিকা ও মঞ্জুর-আল মতিন হাইকোর্টে রিট আবেদন করেন।

হাইকোর্ট আদেশ দেওয়ার জন্য আগামীকাল দিন ধার্য করেছেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার অনীক আর হক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির, শেখ মো. মোরশেদ এবং মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।

Comments