সময় টিভির সম্প্রচার আগামী ৭ দিন স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সময় টিভি লিমিটেডের পরিচালক শম্পা রহমানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন।

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার আগামী সাত দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সময় টিভি লিমিটেডের পরিচালক শম্পা রহমানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনকারীর আইনজীবী আহসানুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, তার মক্কেল আবেদনে বলেছেন যে সময় টিভিকে আগের সরকারের মুখপাত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।

তিনি প্রয়োজনীয় আদেশ দেওয়ার জন্য হাইকোর্টের কাছে প্রার্থনা করেন, যাতে টেলিভিশনটি নিরপেক্ষভাবে পরিচালনা করা হয়।

Comments