এবি পার্টিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে হাইকোর্টের আদেশ

এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেও অবৈধ ঘোষণা করেছে আদালত।
স্টার ফাইল ফটো

এবি পার্টিকে অবিলম্বে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আমার বাংলাদেশ (এবি) পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেও অবৈধ ঘোষণা করেছে আদালত।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবি পার্টির দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ এ রায় দেন।

গত বছরের ২৪ জুলাই এবি পার্টিকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী তাজুল ইসলাম।

Comments