রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

Menon.jpg
রাশেদ খান মেনন। ফাইল ছবি

আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের (৪৫) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতা রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আদালতে কর্মরত উপ-পরিদর্শক লিয়াকত আলী দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আলী হায়দার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

আসামিপক্ষ রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার সাবেক সদস্য মেননকে গতকাল গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।

গত ২১ আগস্ট নিহতের ভগ্নিপতি আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেননসহ ১২৮ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা করেন।

সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের সময় আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় বেশ কয়েকটি মামলায় শেখ হাসিনার পাশাপাশি মেননকেও আসামি করা হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাশেদ খান মেনন প্রথমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তিনি বরিশাল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বামপন্থী ওয়ার্কার্স পার্টির প্রধান মেনন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


 

Comments

The Daily Star  | English

Govt sets Tk 4.99 lakh crore target for NBR in FY26

The government has set a revenue collection target of Tk 4.99 lakh crore for the National Board of Revenue (NBR) in the upcoming fiscal year 2025–26 — a 7.6 percent increase from the revised target for this year.

9h ago