‘নিজস্ব প্রতীক পেলেই আগামী নির্বাচনে অংশ নেবে ওয়ার্কার্স পার্টি’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট চর্চার তীব্র সমালোচনা করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, জোটের রাজনীতির চর্চা এখন আর বাস্তবে নেই।
রাজশাহী বিভাগীয় জনসভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট চর্চার তীব্র সমালোচনা করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, জোটের রাজনীতির চর্চা এখন আর বাস্তবে নেই।

আজ শনিবার শহরের মাদ্রাসা ময়দানে রাজশাহী বিভাগীয় জনসভায় তিনি বলেন, 'ওয়ার্কার্স পার্টি তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারলেই তারা আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবে।'

মেনন বলেন, 'আওয়ামী লীগেরই প্রস্তাব ছিল- আমরা (১৪ দলীয় জোট) আন্দোলনে অংশ নেব, নির্বাচনে অংশ নেব এবং তারপর একসঙ্গে সরকার গঠন করব। আমরা আন্দোলনে একসঙ্গে ছিলাম এবং নির্বাচনেও ছিলাম, যখন সরকার গঠনের কথা আসল, আমরা হোঁচট খেয়েছিলাম। এরপরও আমরা থেমে থাকিনি এবং যুদ্ধাপরাধের বিচারের সময় বিএনপি-জামায়াতের আন্দোলন এবং ২০১৩ সালে হেফাজতে ইসলামের আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে একজোট হয়ে লড়াই করেছি। ২০১৪ সালে আবারও আমরা বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস প্রতিহত করেছি।'

'আমরা মন্ত্রণালয়ে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম, কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমাদের একবার নির্বাচনের সময় মন্ত্রিত্ব নিতে হয়েছিল এবং নির্বাচনে অংশ নিয়েছিলাম। এমনকি, আমরা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে অংশগ্রহণের দায়ও কাঁধে নিয়েছি', বলেন তিনি।

মেনন বলেন, '২০১৮ সালের নির্বাচনেও শুধু ওয়ার্কার্স পার্টি আপনাদের (আওয়ামী লীগ) পাশে দাঁড়িয়েছিল, অন্য কেউ নয়। এখন আরেকটি নির্বাচন ঘনিয়ে আসছে।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি রাজশাহীতে এক জনসভায় ভাষণ দিয়ে আওয়ামী লীগের প্রতীক নৌকায় ভোট চেয়েছেন। তারা (আওয়ামী লীগ) জোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিচ্ছে, কিন্তু যখন তারা ভোট চাইছে, তখন হাতুড়ির (ওয়ার্কার্স পার্টির প্রতীক) কোনো জায়গা নেই। এটা কি ১৪ দলীয় জোট হলো?'

মেনন বলেন, 'আমরা আমাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনে জিতেছি, কিন্তু আমরা যখন নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি, তখন আওয়ামী লীগের ভোটাররা বিএনপি বা জাতীয় পার্টিকে ভোট দিয়েছে। এটা জোটের চর্চা নয়। এটা জোটের রাজনীতি হতে পারে না।'

'আমরা জোট চাই, আমরা মনে করি জোট প্রাসঙ্গিক। কারণ, সামনে শত্রু বিভীষণ, বিএনপি-জামায়াত আবার নূতন করে ষড়যন্ত্র করছে। সুতরাং, সারাদেশে নূতন প্রতিরোধ, নূতন রাজনীতি করতে হবে। এর কোনো বিকল্প নেই', বলেন তিনি।

ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, 'সামনে নির্বাচন, আমরা নির্বাচন করব। ফজলে হোসেন বাদশা রাজশাহী থেকে নির্বাচনে অংশ নেবেন, জয়লাভও করবেন। তবে তিনি নির্বাচন করবেন হাতুড়ি প্রতীক নিয়ে, নিজস্ব মার্কা নিয়ে।'

রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বাদশা তার বক্তব্যে বরেন্দ্র অঞ্চলকে পানির সংকট থেকে বাঁচাতে অবিলম্বে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধের দাবি জানান।

তিনি কৃষকদের জন্য বিদ্যুতের দাম কমানোরও দাবি জানান।

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

5h ago