কোটা আন্দোলন: শিক্ষার্থী ইয়ামিন হত্যায় হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

ইয়ামিন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী ছিলেন।
সাভারে গত ১৮ জুলাই শাইখ আসহাবুল ইয়ামিনকে হত্যা। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

ইয়ামিন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র ছিলেন।

ভিকটিমের মামা আবদুল্লাহ আল কবির বাদী হয়ে শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের আদালতে মামলাটি করেন।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা নথিভুক্ত করতে বলেন।

আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও সাভার থানার ওসি মো. শাহজাহান।

মামলায় বলা হয়, গত ১৮ জুলাই দুপুর দেড়টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে একদিকে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও অন্যদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে গুলিতে তার ভাগিনা ইয়ামিন নিহত হন।

 

Comments