দস্তগীর গাজী, কবির বিন আনোয়ার, ধীরেন্দ্রনাথ শম্ভুর সম্পদের তদন্তে দুদক

তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে।
দস্তগীর গাজী, কবির বিন আনোয়ার ও ধীরেন্দ্রনাথ শম্ভু। ছবি: সংগৃহীত

সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ ৭ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগের তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ওই তিনজন ছাড়াও ময়মনসিংহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদার এবং গোলাম দস্তগীরের স্ত্রী হাসিনা গাজী ও ধীরেন্দ্রনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধেও তদন্ত শুরু করবে দুদক।

তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার এই ৭ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার কথা।

Comments