২৮৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, গোলাম দস্তগীর গাজী ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

গোলাম দস্তগীর গাজী। ছবি: সংগৃহীত

প্রায় ৩৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২৮৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী অনুযায়ী, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ২৩ কোটি ৫১ লাখ টাকা অর্জন করেছেন। এছাড়া, তার ৬টি ব্যাংক অ্যাকাউন্টে ২৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। 

অপর মামলায় গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজী দুজনকে আসামি করা হয়েছে। 

অভিযোগে বলা হয়, তারা ক্ষমতার অপব্যবহার করে ৯ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়াও, হাসিনা গাজীর নামে ৫টি ব্যাংক অ্যাকাউন্টে ৩১ কোটি ৬৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।

দুদক মহাপরিচালক জানায়, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২), দুদক আইনের ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Comments

The Daily Star  | English

One stabbed among at least four injured in clashes during NCP rally in Bogura

The incident occurred around 4:30pm near the Titu Auditorium in Bogura town during a programme organised by the NCP

1h ago