সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল ও তার স্ত্রীর ১৯ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

এগুলোর মধ্যে শাহ কামালের ১২টি অ্যাকাউন্টে ৫ কোটি ৭৫ লাখ টাকা ও তার স্ত্রীর সাতটি অ্যাকাউন্টে ৩ কোটি ৭৬ লাখ টাকা জমা আছে।
শাহ কামালের মোহাম্মদপুরের বাড়ি থেকে উদ্ধার করা দেশি-বিদেশি মুদ্রা। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল ও তার স্ত্রী ফারজানা সিদ্দিকীর ১৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এগুলোর মধ্যে শাহ কামালের ১২টি অ্যাকাউন্টে ৫ কোটি ৭৫ লাখ টাকা ও তার স্ত্রীর সাতটি অ্যাকাউন্টে ৩ কোটি ৭৬ লাখ টাকা জমা আছে।

আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মাহবুবুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আবেদনে দুদক কর্মকর্তা উল্লেখ করেন, এই দম্পতি অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন এবং এগুলো জব্দ না করা হলে তা পাচারের সম্ভাবনা আছে।

এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর মহাখালী এলাকা থেকে শাহ কামালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি এখন কারাগারে আছেন।

তার আগের দিন ১৬ আগস্ট মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাড়িতে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রাসহ নগদ তিন কোটি ১০ লাখ টাকা উদ্ধার করে ডিএমপি।

শাহ কামাল ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সচিব এবং ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

 

Comments