এনআরবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পুঁজিবাজারে কারসাজি ও অর্থপাচারের অভিযোগে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান।
আবেদনে দুদক কর্মকর্তা বলেন, আদনান ইমাম ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হয়ে অন্যদের সঙ্গে যোগসাজশে শেয়ারবাজারের কারসাজিসহ অন্যান্য বেআইনি উপায়ে অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং সেই অর্থ বিদেশে পাচার করেছেন।
'আদনান ইমাম দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন বলে দুদক কর্মকর্তা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারেন। তিনি পালিয়ে গেলে তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত ব্যাহত হতে পারে। তাই তার বিদেশযাত্রা ঠেকাতে একটি আদেশ প্রয়োজন।'
একইসঙ্গে পরবর্তী কার্যক্রমের জন্য পুলিশের বিশেষ শাখার এসপিকে (ইমিগ্রেশন) আদেশপত্র পাঠাতে দুদককে নির্দেশ দিয়েছেন আদালত।
Comments